শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিকে বরাবরই মিক্সোপ্যাথি বলে দাবি করে সাধারণ চিকিৎসকদের সংগঠন। এমনকি করোনা চিকিৎসাতেও আয়ুর্বেদ কে বহুদিন ধরে মেনে নিতে আপত্তি জানিয়েছিল চিকিৎসকদের সংগঠন। কিন্তু তারপরেও আয়ুর্বেদ চিকিৎসাকে বারবারই মান্যতা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
এবার মূলস্রোতে চিকিৎসকদের সঙ্গে আয়ুর্বেদ চিকিৎসকদের লড়াই চলে গেল অন্য মাত্রায়। আয়ুর্বেদ পদ্ধতিতে শল্যচিকিৎসককে মান্যতা দেওয়ার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল আইএমএ।
গত ২০ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। সেখানে বলা হয়, আয়ুর্বেদে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষিত চিকিৎসকরা মোট ৫৮ ধরনের শল্য চিকিৎসা করতে পারবেন। ওইসব শল্য চিকিৎসা মধ্যে রয়েছে চোখ, নাক, কান, দাঁত ও গলাও।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কথা না শুনলে দেশজুড়ে ‘রেল রোকো’, হুঁশিয়ারি আন্দোলনরত কৃষকদের
গত ৮ ডিসেম্বর সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ দেখান চিকিৎসকরা। পাশাপাশি কোভিড রোগী ছাড়া অন্যান্যদের চিকিৎসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। আর এবার ধর্মঘটের ডাক দিল আই আইএমএ ।
আরও পড়ুনঃ সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে রাজ্যে, বৈঠকের পর টুইট রাজ্যপালের
গত ৮ ডিসেম্বর এই নিয়ে দেশজুড়ে বিক্ষোভ দেখানো হয়। কিন্তু এরপরেও সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়ায় আজ শুক্রবার সারাদেশের ১০০০০ জায়গায় একযোগে ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। অত্যাবশ্যকীয় পরিষেবা ও করোনা চিকিৎসা সা ছাড়া অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ থাকবে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584