করোনা আক্রান্ত কতজন মন্ত্রী আয়ুষের চিকিৎসা নিয়েছেন? জানতে চায় আইএমএ

0
99

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা আক্রান্ত হয়ে আপনার সহকর্মীদের মধ্যে ঠিক কতজন সদস্য আয়ুষের আয়ুর্বেদিক চিকিৎসা নিয়েছেন? স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনকে প্রশ্ন আইএমএ’র।

minister | newsfront.co
ডঃ হর্ষ বর্ধন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী

করোনা চিকিৎসায় আয়ুষের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি নিয়ে সরাসরি প্রশ্ন তুলল ভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সাধারণ মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে শুধুমাত্র ‘আয়ুষ’ এর নামে ‘অল্টারনেটিভ মেডিসিন’-কে চিকিৎসা বিজ্ঞান হিসেবে তুলে ধরতে গিয়ে। মিথ্যাচার করা হচ্ছে দেশের মানুষের সাথে, চিকিৎসার নামে।

আরও পড়ুনঃ ব্যাংক জালিয়াতির অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো

স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন একটি নির্দেশিকা প্রকাশ করেন মঙ্গলবার, উপসর্গবিহীন এবং কম উপসর্গ যুক্ত কোভিড রুগীদের চিকিৎসা পদ্ধতি আয়ুষ এবং যোগার মাধ্যমে। তাতে বলা হয়েছে অশ্বগন্ধা, পিপুল, গুড়ুছি, আয়ুষ ৬৪ ট্যাবলেট বিভিন্ন মাত্রায় কিভাবে প্রয়োগ করতে হবে।

ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের আপত্তি ঠিক এখানেই। আজ পর্যন্ত কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা নেতাকে দেখা যায়নি আয়ুষ নামের চিকিৎসায় থাকতে, সকলেই দ্বারস্থ হয়েছেন হাসপাতালের এবং বিশ্বব্যাপী যে অ্যালোপ্যাথিক চিকিৎসা হচ্ছে তাতেই ভরসা রেখেছেন।তাহলে সাধারণ মানুষকে এভাবে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করা হচ্ছে কেন? প্রশ্ন চিকিৎসক সংগঠনের।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি: ১০ই অক্টোবর

দেশব্যাপী প্রায় ৩.৫ লক্ষ চিকিসক, যারা সংগঠনের সদস্য প্রত্যেকেরই মত স্বাস্থ্যমন্ত্রীর উচিত এই প্রশ্নের উপযুক্ত তথ্য সহ স্পষ্ট উত্তর দেওয়া, আর যদি তিনি তা দিতে না পারেন তাহলে বুঝতে হবে সরকার সরাসরি প্রতারণা করছে জনগণের সাথে এমন একটা অতিমারির চিকিৎসা নিয়েও। উল্লেখ্য, স্বাস্থ্যন্ত্রীর বা স্বাস্থ্যমন্ত্রকের তরফে এখনো কোনও উত্তর পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here