ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দেশে আজ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯৪ জন চিকিৎসকের, জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। কোন রাজ্যে কতজন চিকিৎসকের মৃত্যু হয়েছে তার একটি তালিকাও প্রকাশ করেছে আইএমএ।

আইএমএ-এর তথ্য অনুযায়ী, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হয়েছে দিল্লির ১০৭ জন চিকিৎসকের। বিহারে প্রাণ হারিয়েছে ৯৬ জন চিকিৎসক। এছাড়া গুজরাটে ৩১, রাজস্থানে ৪৩ এবং উত্তরপ্রদেশে ৬৭, পশ্চিমবঙ্গে ২৫, ওড়িশায় ২২, অসমে ৮, তামিলনাড়ুতে ২১, মধ্যপ্রদেশ ১৬, মহারাষ্ট্রে ১৭, কর্নাটকে ৮, কেরল ও মণিপুরে ৫, ছত্তিশগড় ও জম্মু-কাশ্মীরে ৩, পাঞ্জাব ও হরিয়ানাতে ৩, গোয়া, ত্রিপুরা ও উত্তরাখণ্ডে ২, এবং পুদুচেরিতে ১, ঝাড়খন্ডে ৩৯, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৩২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
আইএমএ-র এই তালিকা অনুসারে সবথেকে বেশি মৃত্যু হয়েছে দিল্লি, বিহার, ও উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, গত বছর থেকে এখনও পর্যন্ত অতিমারীতে মৃত্যু হয়েছে ১৩০০ চিকিৎসকের।
আরও পড়ুনঃ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আয় কমেছে ৯৭ শতাংশ পরিবারের, চাকরি হারিয়েছেন ১ কোটিরও বেশি, সিএমআইই সমীক্ষা
প্রসঙ্গত, এরইমধ্যে আসামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যুতে এক চিকিৎসকের ওপর অত্যাচার চালানো হয়। এই পরিস্থিতিতে চিকিৎসক সেউজ কুমারের ওপর এমন আচরন খুবই হতাশাজনক ও অমানবিক বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584