নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
করোনা প্রাদুর্ভাবে ত্রস্ত কলকাতা। ধীরে ধীরে অবস্থা এমন দিকে যাচ্ছে যে কোয়ারেন্টাইন সেন্টার খোলার জায়গা অমিল হয়ে যাচ্ছে। এমতাবস্থায় কোয়ারেন্টাইন সেন্টার খুলতে মসজিদের দরজা খুলে দিলেন গার্ডেনরিচের গাউসিয়া বেঙ্গলি বাজার মসজিদ কর্তৃপক্ষ।
বুধবার গার্ডেনরিচ এলাকার আয়রন গেট রোডে অবস্থিত জামিয়া মসজিদ গাউসিয়ার ইমাম কলকাতা পুরসভাকে প্রস্তাব দেন যে তারা চাইলে মসজিদের পুরো তৃতীয় তল(থার্ড ফ্লোর) কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করতে পারে।
Bangali Bazar Masjid in Kolkata's Garden Reach area offers part of its premises to West Bengal govt for setting up quarantine centre
— Press Trust of India (@PTI_News) May 8, 2020
মাওলানা ক্বারী মুসলিম রাজউই বলেন, “এখানে ৬০০০ বর্গফুট জায়গায় রয়েছে। যদি আরও জায়গার প্রয়োজন হয় আমরা ব্যবস্থা করে দেব। এখনও দুটো তল(ফ্লোর) বাকি রয়েছে, এছাড়াও পাশে একটি বিদ্যালয় রয়েছে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন চাইলে এগুলো কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারে।”
স্থানীয় পুলিশ ও কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে কথা বলার পরই কোয়ারেন্টাইন সেন্টার খোলার এই প্রস্তাব দেওয়া হয়েছে।
ইমাম আরও বলেন, “এখানে বেঙ্গলি বাজার, আয়রন গেট রোড ও বিচালি ঘাট রোড এলাকার বাসিন্দারা নামাজ পড়তে আসেন। সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে বর্তমানে মসজিদের নামাজ বন্ধ রয়েছে। যাইহোক আমরা পরিকল্পনা অনুযায়ী যোগাযোগ করে প্রশাসন ও পোর্ট ডিভিশন পুলিশকে প্রস্তাব দিয়েছি।”
এক পুরকর্মী জানিয়েছেন যে আশেপাশের এলাকায় অনেক কন্টাইন্মেন্ট জোন রয়েছে।কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ১৩৪ নাম্বার পুর কাউন্সিলর ইমামের এই প্রস্তাবে খুব খুশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584