নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কদিন আগে তাঁর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবরে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। এবার চটেছেন জাতীয় পুরস্কারজয়ী বঙ্গললনা। তবে, বিয়ে নিয়ে জল্পনায় চটেননি তিনি। চটেছেন এক সঙ্গত কারণেই। বাংলাদেশি এক প্রোফাইল থেকে তাঁর ছবির কমেন্ট বক্সে অশালীন কমেন্ট করা হয়েছে। আর তার উপযুক্ত জবাব দিয়েছেন ইমন।

সেই প্রোফাইল থেকে লেখা হয়েছে “তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব, প্রতিটা পশমে আদর করব।”… আর এরপরই সেই কমেন্টের যোগ্য জবাব দিয়ে ইমন লেখেন -“মেয়েদের একটু সম্মান করতে শিখুন!!! বলতে বাধ্য হচ্ছি, আপনার মা-বোনকে কেউ এইভাবে কথা বললে আপনার কেমন লাগত সেটা একটু বুকে হাত দিয়ে ভাবুন।” এরপরই ক্ষোভে ফেটে পড়েন ইমনের ফ্যানকূল।
আরও পড়ুনঃ এক্সক্লুসিভঃ দেবের মতো হিরো হওয়ার ক্ষমতা আমার নেই
কমেন্ট বক্সের স্ক্রিন শট তুলে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ইমন। ব্লক এবং রিপোর্ট করতে অনুরোধ জানিয়েছেন তিনি। তাঁর অপমানের যোগ্য জবাব দিয়েছে তাঁর ফ্যানকূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584