স্বদেশ প্রেমের গানে বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা ইমনের

0
2275

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

iman chakraborty | newsfront.co
ছবিঃ ইমনের ফেসবুক পেজ

ইমন ও সুরজিতের কণ্ঠে ‘গোত্র’ ছবির ‘রঙ্গবতী’ গান ‘এফ এ এফ ডি এ ২০২০’ তে চলতি বছর সেরা গান অর্থাৎ ‘সং অফ দ্য ইয়ার’-এর শিরোপা পেয়েছে। ১০০ মিলিয়ন ভিউয়ার্স পেয়েছে ‘রঙ্গবতী’। এটা যেমন বড় খবর তেমনি আরও একটি বড় থুড়ি মানবিক খবর হল- কবিগুরুর স্বদেশ পর্যায়ের গান গেয়ে বাংলাদেশের নাগরিকদের বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ইমন চক্রবর্তী।

poster | newsfront.co

আরও পড়ুনঃ সামনে এল সাসপেন্সে মোড়া মাইথোলজিক্যাল থ্রিলার ‘বহুরানি’র পোস্টার

সোশ্যাল মিডিয়ায় গানের ভিডিওটি শেয়ার করে ইমন লিখেছেন- “বাংলাদেশের সকল নাগরিকদের বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাফল্য কামনা করে অনেক ভালোবাসা জানাই, আমরা এপার বাংলার পক্ষ থেকে এবং দেশের পক্ষ থেকে। আপনারা সকলে ভালো থাকবেন”।

ইতিহাস জানায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ওপার বাংলার মানুষদের পাশে দাঁড়িয়ে লড়াই করে এপারের সৈনিকরাও। এরপর গড়িয়ে যায় অনেক জল, যা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে সেদিন থেকেই।

ফোর্ট উইলিয়ামে আয়োজিত ‘বিজয় দিবস’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইমন। হবু স্বামী তথা সুরকার নীলাঞ্জন ঘোষ ছিলেন সঙ্গতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here