নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অর্কদীপ মিশ্রর সারেগামাপা চ্যাম্পিয়ন হওয়াকে কেন্দ্র করে বহু তীর্যক মন্তব্য শুনতে হয়েছে বা এখনও শুনতে হচ্ছে ইমন চক্রবর্তীকে। অনেকেরই বক্তব্য, নিজের গুরুভাইকে জিতিয়ে দিলেন ইমন। একইভাবে জয় সরকারেরও বিচার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সেই প্রশ্নের মোক্ষম জবাব দিয়েছেন জয় পত্নী লোপামুদ্রা মিত্র। অর্কদীপকে নিয়ে নানা কথায় মুখর হওয়া মানুষজনদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য পেশ করেছেন রূপঙ্কর বাগচিও। এহেন উত্তপ্ত বাক্য লেনদেনের মাঝে ইমনকে বাড়তিই কিছু শুনতে হয়েছে নেটিজেনদের কাছ থেকে।
সম্প্রতি ইমনের প্রোডাকশন হাউজ থেকে এসেছে ‘সৃজন ছন্দে’ নজরুল গীতি। সেখানে গান এবং নাচ দুই ভূমিকাই পালন করেছেন ইমন। তাঁর নাচ নিয়ে কটাক্ষ করেছেন অনেকে। এমনকী সারেগামাপা’র মঞ্চে ইমনের নাচ নিয়েও অনেকে কটূক্তি করেছেন। ইমনের পূর্বরাগ শোভনের নাম তুলতেও বাকি রাখেননি অনেকে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ইন্দ্রাণী দত্ত
ইমনের কমেন্ট বক্স ভরে গিয়েছে আপত্তিকর সব কথায়। এর আগেও তাঁকে নানাভাবে হেনস্থা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার যোগ্য জবাব দিয়েছেন ইমন। এবারও ছেড়ে কথা কইলেন না। নিজের পরের পর অপমানের মোক্ষম জবাব দিলেন স্পষ্টবাদী ইমন।
ইমন কমেন্ট বক্সে লেখেন- “তা বলছি, এইভাবে যারা গাল দিচ্ছেন, বাড়িতে বসেই দিন। বাড়ির বাইরে বেরিয়ে দেবেন না। চারিদিকে কোভিড। হাতে স্মার্ট ফোন, ঘরে বসে বসেই এখন গাল দেওয়া যায়। কী ভালো না? মাস্ক পরুন…দূরত্ব বজায় রাখুন আর গালি দিন’।”
অভিনেত্রী দেবলীনা কুমার লেখেন- “ইমনদি আমার মনে হয় সাইবার ক্রাইমটাকে এবার একটু সিরিয়াসলি নেওয়া উচিত। ট্রোল, হেনস্থা এগুলো দিন দিন বেড়েই চলেছে। যাদের কোনও কাজ নেই সেইরকম মানুষজন বাড়ি বসে সেইসব ইডিয়টরা এগুলো করছে।”
আরও পড়ুনঃ চেনা শহরের অচেনা হওয়ার গান ‘এ কোন শহর’
ইমন লেখেন, তিনি এই ব্যাপরে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন এবং এদের শাস্তি হবেই। গায়িকার কথায়- “ডাণ্ডায় ঠাণ্ডা হয় সব, কথাটা খুব সত্যি।”ওদিকে নীলাঞ্জন ঘোষ, স্ত্রীর ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে লেখেন, এরা এটাও বুঝতে পারছে না, যে আমরা এগুলো পড়তে পড়তে হেসে গড়িয়ে যাচ্ছি। একদিকে ভালো, একটু জোকস -এর সাপ্লাই থাকা উচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584