মুক্তি পেল ইমনের ‘ইচ্ছেডানা’

0
78

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

এবছর পুজো যতই অনাড়ম্বরে হোক না কেন, পুজোয় নতুন গান থাকবে না, নতুন চমক থাকবে না, তা কি হয় কখনও? নাহ্ একেবারেই এমনটা হবে না। এবছরও পুজোয় এল নতুন গান। শ্রোতাবন্ধুদের জন্য শিল্পী ইমন চক্রবর্তী নিয়ে এলেন ‘ইচ্ছেডানা’। মহালয়ার দিন মুক্তি পেল মিউজিক ভিডিও ‘ইচ্ছেডানা’। এই মিউজিক ভিডিওতে পুজোয় না হওয়া ভালোবাসা এবং ভালোবাসার মানুষের জন্য অপেক্ষার শারদীয় গান শোনা গেল জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে।

Iman Chakraborty
ইমন চক্রবর্তী

‘ইচ্ছেডানা’ গানটির সুর, সৃষ্টি ও ডিজাইনে রয়েছেন নীলাঞ্জন ঘোষ, গানের কথা লিখেছেন মানিক বেরা। গানটির জন্য ভিডিও নির্মাণ করেছেন শুভদীপ। একেবারে সমকালীন আবহে তৈরী করা হয়েছে গানের সুর। শারদ উৎসবের শুরুতেই শরতের প্রেমের গান নিয়ে এলেন ইমন।

‘ইমন চক্রবর্তী প্রোডাকশন’-এর ইউটিউব চ্যানেল থেকে এই গানের মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। এই ভিডিওটিতে পাহাড়ের রাস্তায় ঘুরে ঘুরে গান গাইতে দেখা যাবে শিল্পী ইমন চক্রবর্তীকে। গানের বিষয়ে ইমন জানালেন, “দুর্গা পুজো এসে গিয়েছে, আর এই পুজোতে আমি শ্রোতাবন্ধুদের নতুন গান ‘ইচ্ছে ডানা’ নিয়ে এলাম। গানের গীতিকার মানিক বেরার উদ্যোগেই এই গানটি আমরা করতে পেরেছি, অনেক ধন্যবাদ জানাই তাঁকে। গানের সুর সৃষ্টি করেছেন নীলাঞ্জন ঘোষ। আপনারা গানটি অবশ্যই শুনবেন।” এর পাশাপাশি শ্রোতাদের উদ্দেশে নতুন বাংলা গান শোনা এবং বাংলা গানের পাশে থাকার বার্তা দিয়েছেন ইমন।

আরও পড়ুনঃ পুজোয় আসছে ‘বলো বলো হে দুগ্গা মাইকি জয়’

অন্যদিকে এই গানের সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ জানান, “পুজোতে নতুন বাংলা গান তৈরি করার চল আজকের নয়। আমরা পুরনো সেই ধারাই অব্যাহত রাখার চেষ্টায় নতুন গান ‘ইচ্ছে ডানা’ নিয়ে সকলের কাছে এসেছি। গানটির জন্য অসাধারণ একটা ভিডিও তৈরি করেছেন শুভদীপ। সকলে মিলে পাহাড়ে গিয়ে খুব আনন্দ করে শুটিং করেছি আমরা। আমরা চেষ্টা করেছি পুজোয় নতুন কিছু পরিবেশন করার। আশা করি সকলের ভালো লাগবে।”

আরও পড়ুনঃ পরমব্রত-র পরিচালনায় আসছে নতুন ছবি ‘অ্যান্টিডোট’, ফিরছে অঙ্কুশ-শুভশ্রী জুটিও

ইমন এবং নীলাঞ্জনের মতোই এই গানের সঙ্গে যুক্ত সকলেই খুব আশাবাদী যে, এবছর পুজোয় সঙ্গীতপ্রেমীদের মন ছুঁয়ে যাবে ‘ইচ্ছে ডানা’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here