নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আইপিএলে পরিবার নিয়ে যাওয়ার অনুমতি পাচ্ছেন ক্রিকেটাররা কিন্তু থাকছে একাধিক নিয়ম। আইপিএলের জন্য এসওপি প্রকাশ করল বিসিসিআই। যাতে বলা হচ্ছে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেদের স্ত্রী-পরিবারকে আমিরশাহী যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
তবে পরিবারের সদস্যরা জৈব সুরক্ষা বলয়ের বাইরে যেতে পারবেন না, ট্রেনিং বা ম্যাচের সময় ক্রিকেটারদের কাছাকাছি যেতে পারবেন না, পারবেন না ড্রেসিংরুমে যেতেও। আমিরশাহী পৌঁছে ক্রিকেটারদের একটা ঘরে আইসোলেশনে থাকতে হবে। তৃতীয় কোভিড পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ক্রিকেটাররা সতীর্থদের সঙ্গে মেলামেশা করতে পারবেন না।
তৃতীয় রিপোর্ট নেগেটিভ এলেও এক খাবার টেবিল ব্যবহার করতে পারবেন না। রাখতে হবে ব্যবধান, প্রতি পাঁচদিন অন্তর কোভিড পরীক্ষা দিতে হবে। টিমের ড্রেসিংরুমেও সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম মানা কার্যকর হচ্ছে। অতিরিক্ত ক্রিকেটারদের যতটা কম সময় পারা যায় দলের সাথে রাখতে হবে। প্রতিটা দলকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করতে হবে তিনিই স্বাস্থ্য বিষয়টা দেখবেন।
আরও পড়ুনঃ কোয়ারেন্টাইনের সময় কমাতে চাইছে ফ্র্যাঞ্চাইজিরা
তিনি বোর্ডকে সমস্ত প্রয়োজন মতো পরামর্শ দেবেন। তার আগে প্রত্যেক টিম ডাক্তারের প্রত্যেক প্লেয়ার, সাপোর্ট স্টাফেদের গত মার্চ মাস থেকে সব কিছু তথ্য বোর্ডকে দিতে হবে। তবে ফ্রাঞ্চাইজিরা অনুরোধ করছেন টানা দুই মাস হোটেলের এক খাবার খাওয়া সম্ভব নয়। তাই যেন মাঝে মধ্যে বাইরের খাবার খাওয়ার অনুমতি দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584