নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বারবারই সামাজিক মাধ্যমে ট্রোলের শিকার হন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। তবে, চুপ করে বসে থাকেন না তিনি কখনোই। মোক্ষম জবাব দেন যথা সময়ে। বুধবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন ইমন।
ওদিকে বৃহস্পতিবার (২৭.৫.২১) ‘ইমন সঙ্গীত অ্যাকাডেমি’ ত্রাণ নিয়ে পৌঁছোচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুকে।
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ এবং পথের অবলা প্রাণীদের পাশে দাঁড়ানোই লক্ষ্য ইমন ও তাঁর বাহিনীর। মূলত এই বিষয়টিই সামনে আনতে বুধবার লাইভে আসেন তিনি।
কিন্তু এই প্রসঙ্গে কিছু ক্ষোভও উগড়োলেন ইমন।ইমনের তীক্ষ্ণ কথায়- “ঘরে বসে কাঠি না করে ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ত্রাণ বিলি করুন।”এদিন লাইভে ইমন তাঁর আগামী পরিকল্পনা নিয়েও নানা কথা বলেন।একইসঙ্গে তিনি বলেন– “হাতের গোড়ায় ইন্টারনেট আসায় মানুষের অনেক সুবিধে হয়ে গিয়েছে। ঘরে বসে অনেক কথা বলে দেওয়া সহজ। যাঁরা এত বিরোধিতা করেন আগামী বৃহস্পতিবার আমি তাঁদেরই অপেক্ষায় থাকব। দেখব, কত জন আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অসহায়দের পাশে এসে দাঁড়ান’!”
আরও পড়ুনঃ নতুন এপিসোড চলছে চলবে
প্রসঙ্গত, দিনকয়েক আগে সারেগামাপা-তে অর্কদীপ মিশ্র বিজয়ী হওয়ার পরও তাঁকে নানা কটুক্তি শুনতে হয়েছে৷ তাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। এমনকী নিজেই এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি নাকি মনোবিদেরও দ্বারস্থ হয়েছিলেন সেই সময়।আম্ফানের সময়েও ইমনকে ত্রাণ হাতে দেখা গিয়েছিল রাস্তায়। এবারও বসে নেই তিনি। ইমনের এহেন উদ্যোগকে স্যালুট জানাতেই হয় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584