অবিলম্বে সিনেমা হল খোলার আবেদনে সাংবাদিক বৈঠক ‘ইমপা’র

0
106

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আনলক ফোর প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। আনলক থ্রি থেকেই সাবধানতা মেনে শুরু হয়েছে শুটিং। শোনা যাচ্ছে, কম সংখ্যক যাত্রী নিয়ে চলবে মেট্রো রেলও। কিন্তু আজ অবধি কোনও কথাই শোনা যায়নি কবে খুলতে পারে সিনেমা হল।

Impa Meeting | newsfront.co

এই একটি ব্যাপারেই সাংঘাতিক উদাসীন কেন্দ্র। এই বিষয়টি নিয়ে দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে মুখ খুলেছিলেন ডিস্ট্রিবিউটর তথা সিনেমা হল মালিক শতদীপ সাহা। তাঁর বক্তব্যে সমর্থন জানিয়েছিলেন বেশ কিছু প্রযোজক।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলল ‘ইমপা’ অর্থাৎ ‘ইস্টার্ন মোশন পিকচার অ্যাসোসিয়েশন’। এদিন একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ‘ইমপা’। আলোচনায় উঠে আসে বেশ কিছু যুক্তিনির্ভর বক্তব্য।

আরও পড়ুনঃ কোভিড কবলে দেবযানী

সিনেমা হলের সঙ্গে জড়িয়ে রয়েছে হল মালিক সহ প্রোডিউসর, ডিস্ট্রিবিউটর, পোস্টার বয়, টিকিট কাউন্টারের কর্মী, অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ান, প্রোমোশনাল এজেন্টদের রুজি রোজগারের বিষয়। কেন্দ্র এই দিকটির দিকে নজর রাখছে না।

আরও পড়ুনঃ টেলিভিশনে ছোটদের জন্য ‘হলিউড ব্লকবাস্টার’

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রের কাছে সিনেমা হল মালিকরা অনুরোধ জানান-“এই লকডাউনের জেরে হল বন্ধ থাকায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে মালিকদের। করোনা কি শুধু সিনেমা হলে গেলেই হবে? অন্য কোথাও গেলে হবে না? হয় অবিলম্বে সিনেমা হলে শো দেখানো চালু করা হোক, নয়ত চিরকালের মতো সিনেমা হলে তালা ঝুলিয়ে দেওয়া হোক।”

প্রসঙ্গত, কলকাতায় সিনেমা হলের সংখ্যা ২১২ থেকে কমতে কমতে ১৬-তে এসে ঠেকেছে। লকডাউন উঠলে এই পরিস্থিতিতে কটা হল পুনরায় চালু হবে তা নিয়েও সন্দিহান ‘ইমপা’। তবু সিনেমা হল পুনরায় চালু করার আবেদন নিয়ে সোচ্চার হয়েছে ‘ইমপা’ গোষ্ঠী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here