মনিরুল হক, কোচবিহারঃ
ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়েছে কোচবিহারের বাজারেও। কেন্দ্রীয় বাজেট পেশের দিনেও এভাবে ধর্মঘট হওয়ায় বিভ্রান্ত সাধারণ মানুষেরাও। শূন্য পদে কর্মী নিয়োগ, ব্যাঙ্ক কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ ১২ দফা দাবির ভিত্তিতেও ভিন্ন ধর্মীয় ৯টি সংগঠনের আহ্বানে ৪৮ ঘণ্টার এই ব্যাঙ্ক ধর্মঘট চলছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ানের ধর্মঘটের ফলে কোচবিহার বাজারেও আরও প্রভাব পড়েছে বলে দাবী ব্যবসায়ীদের। সরস্বতী পূজার পরেই কার্যত বাজার শুনশান। এই অবস্থায় অধিকাংশ দোকান তালা বন্দী রয়েছে। খোলা দোকান গুলিতে ক্রেতার সংখ্যা কম,তাই দোকানি হাপিত্যেস করে বসে আছে।
কোচবিহারে অন্যতম ব্যবসায়ী রাজু ঘোষ বলেন, টানা দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব কোচবিহারেও দেখা দিয়েছে। যার ফলে এখন ব্যবসা অনেকটাই মন্দা দেখা দিয়েছে।
ব্যাঙ্ক কর্মীদের এই ধর্মঘট নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এই ধর্ম ঘটের প্রভাব পড়েছে জনজীবনেও। কেন সরকার কর্মচারীদের কথা শুনবেন না ? এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ব্যাঙ্ক কর্মীদের দাবি গুলি নিয়ে সরকার ও কর্তৃপক্ষ কথা শুনতে না চাওয়ায় তাঁরা ধর্মঘটের পথে যেতে বাধ্য হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584