সুদীপ পাল, বর্ধমানঃ
নতুন নাগরিকত্ব আইন, এনআরসি, নানা রাষ্ট্রায়াত্ত সংস্থার বিলগ্নীকরণ-সহ কেন্দ্রের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে নানা দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। বাম ও কংগ্রেস-সহ নানা রাজনৈতিক দল সমর্থন করছে এই ধর্মঘট।
ধর্মঘটের দিন সব সরকারি কর্মীদের অফিসে হাজির থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সমস্ত কর্মীকে সেই নির্দেশিকার কথা জানিয়ে দিয়েছিল। নির্দেশিকা দেখে পথে বেরিয়ে বারবার ট্রেন অবরোধে বিপাকে পড়লেন অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। নির্দেশিকায় বলা ছিল, ধর্মঘটের দিন অফিস না এলে ওই দিনের বেতন কাটা যাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কর্মদিবস থেকে একটি দিন বাদ দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, তিনি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে নিয়মিত যাতায়াত করেন। ধর্মঘটের জেরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে ব্ল্যাক ডায়মন্ড থেকে শুরু করে হুল এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেন। মেমারি, পান্ডুয়া, পানাগড় বিভিন্ন জায়গায় অবরোধ করেন ধর্মঘট সমর্থকরা। সকালের ব্ল্যাক ডায়মন্ড দুপুরের দিকে এসে পৌঁছায় দুর্গাপুরে।
আরও পড়ুনঃ বাম-কংগ্রেসের ডাকা ধর্মঘটের প্রভাব শিলিগুড়িতে
এদিকে পশ্চিম বর্ধমানে বাইক আরোহীকে মারধরের অভিযোগ উঠেছে ধর্মঘটীদের বিরুদ্ধে।
সিটুর জেলা সভাপতি (পূর্ব বর্ধমান) অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, যে পরিস্থিতি আসুক আমরা রাস্তায় থাকব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584