ফালাকাটায় দায়সারা সেতু নির্মাণ চলাচলের অযোগ্য

0
132

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

প্রায় এক বছর আগে ফালাকাটা ব্লক প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছিল পাকা সেতু । সেই সেতু নির্মাণের কাজ সমাপ্ত হয়ে যায় প্রায় মাস তিন আগে । তবে সেতু নির্মাণের কাজ সমাপ্ত হলেও উভয় দিকে রাস্তা সংযোগ হয়নি। ঘটনা ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের ক্ষীরের কোট এলাকার কাঙ্গরার ডাঙ্গিতে বিরকিটি নদীর উপরে পারা পারের জন্য তৈরি এই সেতু ।স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বর্মন ও রঞ্জিত বর্মন উভয়ই  জানান,”এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে খুব অসুবিধা  হয় তার কারণ এই ব্রিজ মাটির প্রয়োজন কিন্তু নেই মাটি এই জন্য খুব অসুবিধা হয় আমাদের । এই নদীর যা গতি তাতে পাথরের বাধ দেওয়া উচিৎ নাহলে ব্রিজ থাকবে না। পারাপার করতে গিয়ে অনেকেই পড়ে যাচ্ছে । আমিও কিছু দিন আগে বাইক নিয়ে উঠতে গিয়ে পড়ে গেছি । তিন মাস ধরে এই অবস্থা হয়ে আছে। আমরাই কিছু দিন আগে নিজেরাই টাকা দিয়ে বাঁশের মাচা লাগিয়েছি ।তবুও পারাপার করতে খুবই অসুবিধা হচ্ছে।ব্লক প্রশাসনকে অনেকবার জানিয়েছি তবুও কোনো কাজ হয়নি । আমরা চাইছি তাড়াতাড়ি এখানে মাটি ভর্তি করে দেওয়া হোক।”

এ ভাবেই চলে ঝুঁকির যাত্রা।নিজস্ব চিত্র

ওই পথ দিয়ে আসা এক বাইক চালক বরুণ বর্মন জানান, ” আমার বাড়ি জলের  টাংকি আমি এদিকে দিদির বাড়ি যাচ্ছি । মোটামুটি দুই মাস থেকে এইভাবে যাতায়াত করছি । ব্রিজ ভালো কিন্তু ওঠা নামায় খুব অসুবিধা হয়।অন্য রাস্তা দিয়ে গেলে অনেক দূর ঘুরে যেতে হয় “।  স্থানীয় এক ছাত্রী অনামিকা বর্মন জানান, “আমি ভূটনিরঘাট হাই স্কুলে পড়ি প্রায় দুই মাস ধরে এই ভাবে যাতায়াত করি । বৃষ্টি নামলে স্কুলে যেতে পারিনা । পড়া শুনা করতে চাই তাই স্কুলে যেতে হয় এই অসুবিধার মধ্যেও” ।

নিজস্ব চিত্র

জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পরিতোষ সরকার বলেন,” গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি টাকা ব্যয়ে ক্ষীরেরকোট কাঙ্গরার ডাঙ্গিতে যে ব্রিজ নির্মাণ হয়েছে তাতে এলাকাবাসী খুশি । বর্তমানে ব্রিজে ওঠার জন্য যে মাটির কাজ ইতিমধ্যেই পারাপারের উপযোগী করে তোলা হবে” ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here