নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রাজ্যের সম্মতির অপেক্ষা না করেই চালু আন্তর্জাতিক বাণিজ্য। প্রথম দিন প্রায় ২০০টি লরি করে আদা, পেঁয়াজ, ফল সহ নির্দিষ্ট কিছু আনাজ, ফল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মালদহের মহদিপুর সীমান্ত দিয়ে পাঠানো হল বাংলাদেশে।
বাংলাদেশের আমদানিকারকরা এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহ থেকেই এই আন্তর্জাতিক বাণিজ্য চালু করার আবেদন জানিয়ে আসছেন বলেও জানিয়েছেন ভারতীয় আমদানিকারকরা। তাঁদের দাবি, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের ভূমিকা সহযোগীর।
আরও পড়ুনঃ ভুটান থেকে ঘরে ফিরলেন ৯৬ জন পরিযায়ী শ্রমিক
কেন্দ্রীয় সরকার অনুমতি দিয়েছে বলেই এই রপ্তানি চালু করা হয়েছে। রাজ্য সরকারের আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষা না করেই শেষ পর্যন্ত মহদিপুর সীমান্ত দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য চালু করে দিলেন রপ্তানিকারকরা।
মহদিপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি মহম্মদ ফজলুল হক জানিয়েছেন, ‘৭০ দিন ধরে বাংলাদেশে রপ্তানি বন্ধ রয়েছে। বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন রপ্তানি বাণিজ্যের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় ৫০ হাজার মানুষ।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584