বিনয়ের ল্যাপটপ-মোবাইলে গরু পাচারের প্রমাণ মিলেছে দাবি সিবিআইয়ের

0
72

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রর বাড়ি থেকে মিলল গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ। সিবিআই সূত্রে এমনটাই খবর। বিনয় মিশ্রের বাড়ি থেকে ৩টে ল্যাপটপ ও ৩টে স্মার্টফোন বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেগুলি থেকেই মিলেছে গুরুত্বপূর্ণ সূত্র।

cbi officers | newsfront.co
ফাইলচিত্র

সিবিআই সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে ওই ল্যাপটপ ও মোবাইল ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা মুছে দেওয়া হয়। ডিলিট করে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ চ্যাট। এমনটাই দাবি করেছে সিবিআই-এর টেকনিক্যাল বিশেষজ্ঞ দল। মুছে দেওয়া ডেটার কিছু কিছু তথ্য পুনরায় উদ্ধার করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ নতুন বিতর্কে বিশ্বভারতী! আলাপিনী সমিতির ঘরে পড়ল তালা

তবে মুছে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট এখনও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।সেগুলি পুনরায় উদ্ধার করার জন্য চণ্ডীগড়ের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এইসব মুছে দেওয়া ডেটা থেকে পাচারকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এবিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, ‘ বিনয় মিশ্ররা তো ডালপালা,এবার গাছের কাণ্ডের দিকে পৌঁছে যাবে।হাত পৌঁছে যাবে কালীঘাটের বাড়িতে।’ প্রসঙ্গত, ব্যবসায়ী বিনয় মিশ্রকে ৪ জানুয়ারি নিজাম প্যালেসে হাজিরার জন্য ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে সিবিআই ।

আরও পড়ুনঃ কলকাতায় বাড়ছে উদ্বেগ, করোনা ভাইরাস মিলল আরও ২ লন্ডন ফেরত ব্যক্তির শরীরে

বৃহস্পতিবার সকালে ৭ ঘণ্টা ধরে বিনয় মিশ্রের ৩টি ডেরায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁর লেকটাউন, রাসবিহারী ও চেতলার বাড়িতে তল্লাশি চালানো হয়। যদিও বিনয় মিশ্রর খোঁজ মেলেনি।

গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হক ও বিএসএফ আধিকারিক সতীশ কুমারকে জেরা করেই যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের নাম উঠে আসে। সূত্রের খবর, দুবাইতে গা ঢাকা দিয়ে রয়েছেন বিনয় মিশ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here