অভিষেকেই নজর কাড়লেন নটরাজন

0
58

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

টি-নটরাজন, আইপিএলে ভাল পারফরম্যান্স করে সকলের নজরে আসেন। সেই পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়। অভিষেক ম্যাচে ১০ ওভারে ৭০ রান দিয়ে ২ উইকেট নেন।

IND vs AUS | newsfront.co

ওয়ানডেতে ভাল পারফরম্যান্স করার পর টি-২০ তেও অভিষেক হয় ২৯ বছরের তামিলনাড়ুর এই বাঁ-হাতি পেসার। টি-২০ সিরিজে ভাল পারফরম্যান্স অব্যাহত থাকে। ৩ ম্যাচে সংগ্রহ করেন ৬টি উইকেট। এখানেই শেষ নয়। এবার তার টেস্ট অভিষেকটাও হয়ে গেল। তার প্রধান কারণ চোটগ্রস্ত ভারতীয় দল।

তৃতীয় টেস্টের পর ভারতের স্টার বোলার জসপ্রীত বুমরাহ চোট পেয়ে ছিটকে যাওয়ায় ব্রিসবেনে চতুর্থ টেস্টে ৩০০ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্ট অভিষেক হল টি-নটরাজনের।ওয়ানডে ও টি-২০’র পর অভিষেক টেস্টেও নজর কাড়লেন তিনি। প্রথম দিনই তুলে ফর্মে থাকা দুই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েড ও মার্নাস লাবুশেনের উইকেট।

আরও পড়ুনঃ লাবুশেনের সেঞ্চুরিতে গাব্বায় ভালো জায়গায় অস্ট্রেলিয়া

প্রথমে আউট হন ম্যাথিউ ওয়েড। নটরাজনের বলে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে ৮৭ বলে ৪৫ করে আউট হন ওয়েড। ১১৩ রানের পার্টনারশিপ ভাঙেন তিনি। এরপর আউট করলেন শতরান করা মার্নাস লাবুশেনকে। লাবুশেন তখন ১০০ করে ভারতীয় বোলারদের ওপর প্রভাব বিস্তার করতে শুরু করেছেন। করে ফেলেছেন তার পঞ্চম টেস্ট শতরান। তখনই নটরাজনের শিকার হন তিনি। ২০৪ বলে ১০৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। এই প্রতিবেদন লেখার সময় নটরাজনের বোলিং ফিগার ১৬ ওভারে ৩৮/২।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here