জন্মদিনেই প্রথমবার রক্তদান বাইশ বছরের প্রিয়ার

0
177

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জন্মদিন মানেই একরাশ আনন্দ। জন্মদিন মানেই নতুন একটা দিন,জীবনের একটা বছর পিছনে ফেলে আসা। আর সেই জন্মদিনেই যদি জীবনের সঠিক এবং মানবিক শিক্ষায় শিক্ষিত রুচির পরিচয় দেওয়া হয় তাহলে সেই শুভদিন হয়ে ওঠে অনেক আনন্দময়।সেই রকম একটা জন্মদিনের উদাহরন হয়ে থাকলেন আলিপুরদুয়ার হসপিতাল রোডের সারেং পট্টির বাসিন্দা বছর বাইশের তরুনী প্রিয়া মজুমদার।বুধবার ১ লা আগষ্ট ছিল প্রিয়ার জন্মদিন এবং সেই জন্মদিনের মতো শুভ দিনটিকেই বেছে নেন জীবনের প্রথম রক্তাদান দিবস হিসেবে।

রক্তদান করছে প্রিয়া।নিজস্ব চিত্র

প্রিয়া স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের আলিপুরদুয়ার কো-অর্ডিনেটর। এদিন তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের মাধ্যমে আলিপুরদুয়ার জেলা হসপিতালের ব্লাড ব্যাঙ্কে এসে রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদাতা প্রিয়া বলেন খুবই ভাল লাগছে আজকের দিনে রক্তদান করে।আমার রক্তে একজন মুর্মুস রোগি সুস্থ্যতা লাভ করুক এটাই চাই।আগামী দিনেও আমি এভাবেই এগিয়ে আসবো স্বেচ্ছায় রক্তদানে।

রক্তদানের পর শুভেচ্ছা বিনিময়।নিজস্ব চিত্র

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের আলিপুরদুয়ার সদর কো-অর্ডিনেটর সন্দীপন সরকার,প্রিয়াঙ্কা সরকার,শিলিগুড়ি কো-অর্ডিনেটর মনোজ ধর প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here