সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে জোর পূর্বক বিয়ের পরে ধর্ষন করার অভিযোগে সাজা ঘোষনা করল কাকদ্বীপ ফৌজদারি আদালত।একজন সিভিক ভলেন্টিয়ার সহ মোট তিন জনকে সাজা ঘোষনা করলেন বিচারক কমল সরকার।
সরকারী কৌশলি গুরুপদ দাস বলেন গঙ্গাসাগর কোস্টার থানার কেস নম্বর ১২৫/২০১৭ ,নাবালিকার বাবা গৌর গবিন্দ গোস্বামী লিখিত অভিযোগ করেন।মূল অভিযুক্ত সুব্রত প্রধান জোর পূর্বক বাসস্ট্যান্ড থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে সিভিক ভলেন্টিয়ার প্রশান্ত দাসের বাড়িতে রাখেন। প্রশান্তের স্ত্রীর সহযোগে জোর পূর্বক বিয়ে করে ধর্ষণ করা হয় নাবালিকাকে।
এই ঘটনায় সাগর কোষ্টাল থানা মুল অভিযুক্ত সুব্রত প্রধানের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩৬৬,৩৭৬,১২০বি,৪ পক্সো অ্যাক্টে মামলা রুজু হয়।অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার প্রশান্ত দাস ও স্ত্রী সম্পা দাসকে ভারতীয় দন্ডবিধি ৩৬৬,১২০বি ধারায় মামলা রুজু করে।
আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার যুবক
তিন জনের মধ্যে দুজনকে জামিন এবং মূল অভিযুক্ত সুব্রতকে সাতবছর সশ্রম কারাদন্ড সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করে। উচ্চ আদালতে যাবার জন্য আবেদন করায় বিচারক দুই অভিযুক্ত শম্পা ও প্রশান্ত দাসকে জামিন দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584