অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
এবার বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলিকে হারিয়ে দিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ও বর্তমানে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অন্তত আইসিসি’ র সমীক্ষা সেটাই বলছে। আইসিসি’র এক টুইট সমীক্ষাতে বিরাটকে হারিয়ে দেন ইমরান।
অধিনায়ক হওয়ার পর ধারাবাহিকতায় উন্নতি হয়েছে, এরকম চারজন ক্রিকেটারের নাম উল্লেখ করে কে সেরা, তা নেটাগরিকদের কাছে জানতে চেয়েছিল আইসিসি। বিরাট এবং ইমরান ছাড়াও তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক মেগ ল্যানিং।
Who would you rate as the best among these giants?
— ICC (@ICC) January 12, 2021
ভোটে সামান্য ব্যবধানেই জিতেছেন ইমরান। তিনি পেয়েছেন ৪৭.৩ শতাংশ ভোট। কোহলি পেয়েছেন ৪৬.২ শতাংশ ভোট। ডিভিলিয়ার্স এবং ল্যানিং পেয়েছেন যথাক্রমে ৬ শতাংশ এবং ০.৫ শতাংশ ভোট।
আরও পড়ুনঃ দুই দলের চোটের জন্য আইপিএলকে দায়ী করছেন ল্যাঙ্গার
এই জয়ে রীতিমতো উৎসব শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে। আর ভারতে শুরু এই টুইটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন যদি অধিনায়কত্ব বিচার হয় তাহলে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন ইমরান। আর বিরাট কোনো আইসিসি ট্রফি পাননি তবে ব্যাট হাতে সাফল্য আকাশ চুম্বী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584