টুইটারে ভুয়ো ভিডিও পোস্ট করে বিতর্কে ইমরান খান

0
54

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

ভারতে পুলিশ মুসলমানদের ওপরে অত্যাচার, আক্রমণ চালাচ্ছে। এই অভিযোগ করে টুইট করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছিলেন।

imran khan | newsfront.co
চিত্র সৌজন্যঃ এনডিটিভি

ভারতে মুসলমানদের উপর হওয়া পুলিশি অত্যাচারের ফেক ভিডিও পোস্ট করে বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার পাকিস্তানের নানকানা সাহিব গুরুদোয়ারায় আটকে পড়েন কিছু পুণ্যার্থী। উত্তেজিত জনতা গুরুদ্বারের পুণ্যার্থীদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার তীব্র নিন্দা করে ভারত। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পাকিস্তানের শিখ পুণ্যার্থীদের নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে আবেদন জানান। এরপরেই ইমরান ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা পরে ফেক অর্থাৎ ভিত্তিহীন বলে সকলের সামনে উঠে আসে।

আরও পড়ুনঃ এনপিআর এনআরসির প্রথম ধাপ দাবি করে মমতাকে সিএএ-এনআরসি বিরোধিতায় আহ্বান বিজয়নের

টুইটারে পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা যায়, নীল রঙের উর্দিধারী পুলিশ লাঠি হাতে রয়েছেন, তার সামনে পড়ে রয়েছে এক ব্যক্তি। ওই নীল উর্দিধারী পুলিশকে দেখে বোঝা যায়, এটি বাংলাদেশের র্যা ব বা র্যা পিড অ্যাকশন ফোর্সের একটি পুরনো ভিডিও।

কাশ্মীর থেকে ৩৭০, ৩৫-এ ধারা রদ হওয়ার পর সরব হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই ইস্যুতে তিনি রাষ্ট্রসংঘের দ্বারস্থও হয়েছিলেন, কিন্তু তাতে লাভের লাভ হয়নি।

আরও পড়ুনঃ মেখলিগঞ্জে চিতাবাঘের বাচ্চা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

অন্যদিকে মোদি সরকার বারংবার বলেছে পাকিস্তানে সংখ্যালঘুরা অত্যাচারিত। নেহেরু-লিয়াকত চুক্তি পাকিস্তান না মানাতেই সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করতে হয়েছে।

পাল্টা ভারতকে অপদস্ত করতে শুক্রবার ওই ভিডিও পোস্ট করেছিলেন ইমরান, কিন্তু উল্টে নিজেই অপদস্থ হলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here