এনপিআর এনআরসির প্রথম ধাপ দাবি করে মমতাকে সিএএ-এনআরসি বিরোধিতায় আহ্বান বিজয়নের

0
324

ওয়েব ডেস্কঃ

পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ওড়িশা, রাজস্থান ও পন্ডিচেরির মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন, এনপিআর ও এনআরসির বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানালেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

সেই চিঠি

চিঠিতে পশ্চিমবঙ্গ সরকারকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ এর বিরোধিতার আহ্বান জানিয়ে একজোট হওয়ার বার্তা দেওয়া হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ পাশ হওয়ার পর দেশব্যাপী একটি আতঙ্ক পরিবেশ ছড়িয়েছে বলে দাবি করা হয় সেই চিঠিতে। চিঠিতে স্পষ্টভাষায় দাবি করা হয়েছে যে এনপিআর হল এনআরসির প্রথম ধাপ। তাই কেরালা সরকার এনপিআর সংক্রান্ত সমস্ত ধরনের কর্মকান্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে গত ৩১শে ডিসেম্বর ২০১৯ কেরালা বিধানসভায় যে রেজুলেশন পাসের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করা হয়েছে তার কথাও উল্লেখ রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here