নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমতিয়াজ কবীর জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন। সূত্রের খবর, ইতিমধ্যেই তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন যুব তৃনমূলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে।
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার জন্য তার পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠছিল।সেই কারণেই কি পদত্যাগ সেটা যদিও পরিষ্কার নয়।
আরও পড়ুনঃ ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব সভাপতি
অভিযোগ উঠেছিল যে, ইমতিয়াজের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে ডোমকলের বিলাসপুরের বাসিন্দা আয়েষা সিদ্দিকার সাথে। প্রেম প্রনয় চলার পর দ্বিতীয় বিবাহ করেন। সন্তান সম্ভবা হয়ে পড়েন আয়েষা সিদ্দিকা। এখন সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন ইমতিয়াজ কবির। তারই মাঝে প্রেমের সম্পর্কের ভিডিও ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।তারপরেই সমালোচনার সূত্রপাত। সন্তানের বাবা এবং স্ত্রীর অধিকার নিয়ে থাকতে চান ইমতিয়াজের দ্বিতীয় স্ত্রী আয়েষা সিদ্দিকা।
এ বিষয়ে ইমতিয়াজ কবির জানিয়েছিলেন, “চক্রান্ত করা হয়েছে। অবিবাহিত বলে আয়েষাকে বিয়ে করেছিলাম। কিন্তু পরে জানতে পারি আয়েষার এর আগে তিনবার বিয়ে রয়েছে এবং একটি ছেলেও আছে। কিছু রাজনৌতিক ব্যক্তিত্বও এই ঘটনাকে উসকানি দিচ্ছেন। আমি আইনি পথে লড়তে চাইছি।” আর তারপরেই আজকের এই পদত্যাগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584