শ্যামল রায়,নদীয়াঃ
তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে ব্যাগ ফেলে যায় ট্রেনের কামরায়।ততক্ষণ ট্রেন দ্রুত গতিতে শান্তিপুর মুখে ছুটছে।তখন রাত বারোটা। বৃহস্পতিবার রাতের ঘটনা।শুক্রবার শান্তিপুর রেলস্টেশন থেকে ব্যাগটি ফেরত দেওয়া হয়।ব্যাগের মালিক ছিলেন আশিষ দে পাল।বাড়ি নদীয়ার পালপাড়ায়।পেশায় শিক্ষা নিকেতনের শিক্ষক।জানা গিয়েছে যে,বৃহস্পতিবার সপরিবারে আগরপাড়ায় নিমন্ত্রণ খেতে যায়।নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার সময় একটু রাত হয়ে যায়।রাত্রি শান্তিপুর লোকাল ধরে বাড়ি ফিরছিলেন তিনি। পালপাড়া রেলস্টেশন নেমে দেখতে পান তিনি ভুল করে নেমে পড়েছেন তার ব্যাগ ভুলে গিয়েছেন। ততক্ষণ পালপাড়া থেকে ট্রেনটি শান্তিপুর রেলস্টেশনের দিকে ছুটছে।আশিষ বাবু তার ব্যাগ আর পাবেন না নিশ্চিত হয়ে গিয়েছিলেন।শেষমেষ রাতের দিকে ফোন পায় শান্তিপুর আরপিএফ এর অফিস থেকে।আরপিএফের এর অফিস থেকে বিস্তারিত তথ্য জেনে নেন আশিষ বাবুর কাছ থেকে।
তার ব্যাগটি নিয়ে যেতে বলেন শুক্রবার সকালে।আরপিএফ সূত্রে জানা গিয়েছে যে শান্তিপুর লোকাল টি বারোটার পরে যখন রেলস্টেশন এসে পৌঁছাল তখন রুটিন মাফিক চেকিং করার সময় ওই ব্যাগটি তাদের নজরে পড়ে এবং ব্যাগের মধ্যে সোনার গহনা এবং বিভিন্ন ধরনের কাগজপত্র দেখতে পান তারা।
এবং আশীষ বাবুর একটি মোবাইল নাম্বার ওই ব্যাগ থেকে খুঁজে পান।আশিষ বাবু জানান যে আগরপাড়ায় আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে তিনি ব্যাগ ফিরে পাবেন কল্পনাই করতে পারেননি।আর পি এফের আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।লক্ষাধিক টাকার ব্যাগ ফেরত পেয়ে খুশি হয়েছেন আশিষবাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584