রাস্তা ওয়ান ওয়ে করা নিয়ে পুলিশ প্রশাসনের সংগে মতবিরোধ বাজারের ক্রেতা-বিক্রেতার

0
74

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

প্রথমে চেম্বার অফ কমার্স এবং আইসি  বসে চেম্বার অব কমার্সের সঙ্গে যে আলোচনা করেন সেখানে চেম্বার অফ কমার্স-এর পক্ষ থেকে সহমত পোষণ করা হয়। তখন বলা হয়েছিল চৌরাস্তা মোড় থেকে কল্পনা মোড় পর্যন্ত one-way হবে এবং তার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা ছিল সকাল ৯ টা থেকে বেলা ১ টা  এবং বিকেল ৪ টে থেকে ৮ টা।

issues developed with police regarding one way traffic
নিজস্ব চিত্র 

“কিন্তু আমরা লক্ষ্য করছি চৌরাস্তা মোড় থেকে সোনাপট্টি মোড়  ওয়ান ওয়ে করে দেওয়া হলো। পূর্বে কথা ছিল এই রাস্তাটা বোথ ওয়ে থাকলে এইটা দিয়ে নতুন বাজার চলে যাওয়া যাবে এবং আসা যাবে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি সোনাপট্টি মোড়ে সাইকেল এবং মোটরসাইকেল পর্যন্ত আটকানো হচ্ছে এবং একই অবস্থা ফাঁড়ির মোড়েও। এর ফলে একটা জনরোষ তৈরি হচ্ছে। শহর পরিষ্কার রাখা আমাদের উদ্দেশ্য সেই কারণে প্রশাসনের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে আমরাও চেষ্টা করেছিলাম যাতে শহর যানজটমুক্ত হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রশাসন এই যানজট মুক্ত করার ক্ষেত্রে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে রাখছে আমাদের স্বর্ণ ব্যবসায়ী এবং গ্রসারি ব্যবসায়ীরা আজ সংকটের মুখে পড়েছেন। কোন রকম সাইকেল মোটরসাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এর ফলে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।“ একথা জানান সোনা ব্যবসায়ী তুহিন কুমার ধর এবং এই ওয়ার্ডের কাউন্সিলর অজয় রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here