উমার ফারুক,নিউজ ফ্রন্ট,মালদা,২৪নভেম্বরঃ
নভেম্বর বিপ্লবের একশো বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদার সবুজ অবুজ শিশু অঙ্গনে।
নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট,গুরুত্ব ও প্ৰয়োজনীয়তা নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন সাংস্কৃতিক আন্দোলনের বিশিষ্ট সংগঠক অরিন্দম চট্টোপাধ্যায়।পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনের তাৎপর্য ও গুরুত্ব সুন্দর ভাবে ব্যাখ্যা করেন তিনি।দেড় শতাধিক মানুষ তা মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন।’ছন্দম’ নাট্য গোষ্ঠীর বিশিষ্ট অভিনেতা অশোক বন্দ্যোপাধ্যায় ‘অগ্নিগর্ভ লেন’ নাটকের অংশ বিশেষ পরিবেশন করে চমৎকার এক নাট্য মুহূর্ত তৈরি করেন।গান,কবিতা-কথায় অংশ নেন আদিবাসী লোকশিল্পী সংঘ ও গণনাট্য সংঘের শিল্পীরা।আলোচনায় অংশ নেন অধ্যাপিকা ব্রততী মিশ্র,অধ্যাপিকা সুস্মিতা সোম,ছড়াকার স্বপ্না রায়,অলোক ঘোষাল,অভিজ্ঞান সেনগুপ্ত,শ্যামল সরকার,অভিশ্যামল মুখোপাধ্যায়, প্রভাকর ভট্টাচার্য,অসীম লাহিড়ী প্রমুখ।
নভেম্বর বিপ্লব নিয়ে তৈরি কবিগান শোনান অনন্ত কবিয়াল ও তাঁর সঙ্গীরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মালদা জেলা সভাপতি অধ্যাপক ড.পুষ্পজিৎ রায়।এদিনের সমগ্র অনুষ্ঠানটি যৌথ ভাবে আয়োজন করে ভারতীয় গণ নাট্য সংঘ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও আদিবাসী লোকশিল্পী সংঘ।সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন অধ্যাপক গজেন কুমার বাড়ই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584