রিলে নয়, নেপথ্যে রিয়েল লাইফের ভিলেন করোনার সাথে ফাইট ট্রিপল খানের

0
61

প্রীতম সরকার, ওয়েবডেস্কঃ

করোনা মোকাবিলার জন্য লড়াই শুরু করেছে গোটা দেশ। টানা ২১ দিন লকডাউনের মাঝে দেশের সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন একাধিক চিত্র তারকা।দক্ষিণী অভিনেতা প্রভাস থেকে শুরু করে পবন কল্যাণ কিংবা রাম চরণ, কিংবা বি টাউনের অক্ষয় কুমার, হৃত্বিক রোশন, এগিয়ে আসছেন প্রত্যেকে।

bollywood actor | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এসবের মাঝে বি টাউনের খান-রা কী করছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন।সম্প্রতি খবর পাওয়া যায়, করোনার লকডাউনের জেরে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে সমস্ত দৈনিক শ্রমিকের কাজ বন্ধ হয়ে গিয়েছে, তাঁদের ২৫ হাজার পরিবারের দায়িত্ব নিয়েছেন সলমন খান। অভিনেতা সেচ্ছ্বাসেবী সংস্থা বিয়িং হিউম্যানের তরফেই দায়িত্ব নেওয়ায় হয় ওই ২৫ হাজার পরিবারের।

Salman Khan | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

সলমন যখন ২৫ হাজার কর্মীর পরিবারের অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছেন, তখন কী করছেন শাহরুখ! এমন প্রশ্নও উঠতে শুরু করে।

যার উত্তরে সম্প্রতি একটি সাংবাদ মাধ্যমের সাক্ষাতকারে শাহরুখ খান জানান, কখনও কোনও অনুদান দিলে, তার খবর ফলাও করে বের হোক সংবাদমাধ্যমের পাতায়, তা কখনও চান না তিনি। এমনকী, কোথায় কী দান করলেন, তাও কাউকে জানাতে চান না।

আরও পড়ুনঃ দুঃসময়ে দুঃস্থদের পাশে দাঁড়াল হিরো আলম

Shahrukh Khan | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এই কাজগুলি সব সময় নিঃশব্দে করায় বিশ্বাসী তিনি। যদিও তাঁর দান, অনুদান সব কিছুই গোপন থাকে। ফলে কোথাও দান করলে, শাহরুখ যেন সেই ছবি তুলে রাখেন, এমন পরামর্শ ভক্তরা প্রায়শই দিয়ে থাকেন। কিন্তু প্রত্যেকবারই না নস্যাৎ করে দেন কিং খান।

Amir Khan | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

পাশাপাশি আমির খানও কাজ করে যাচ্ছেন পানি ফাউন্ডেশনের জন্য। মহারাষ্ট্রের খরা কবলিত এলাকার মানুষকে যাতে জলে জন্য ভুগতে না হয়, তার জন্য আমিরের কাজ অব্যাহত। প্রসঙ্গত আমির খানের পানি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী রিনা দত্ত-ও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here