নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বনধের ফালাকাটা ব্লকের জটেশ্বরের শাসক এবং বিজেপি ,দুই দলের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যায়।বনধ ব্যর্থ করতে শাসক দল যেভাবে মাঠে নেমেছে একই ভাবে তা সফল করতে বিজেপির সমর্থকরা রাস্তায় নেমেছে। ফলে উত্তেজনা ছিল চরমে।প্রচুর পুলিশ মোতায়েন ছিল।তবে বনধ প্রায় সর্বাত্মক। স্কুল কলেজ খোলা থাকলেও পড়ুয়ারস সংখ্যা ছিল কম । ভীত অভিভাবকরা কেউই চাইছিলেন না তাদের ছেলে মেয়েদের এদিনে স্কুল পাঠাতে।
ইসলামপুরের ঘটনা নিয়ে সবাই আতঙ্কে ভুগছেন।যানবাহন তেমন ভাবে চলাচল করেনি।অফিস গুলো খোলা ছিল কিন্তু সাধারন মানুষের উপস্থিতি ছিল না বললেই চলে।ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলি প্রায় বন্ধ ছিল। বিজেপির ফালাকাটা ব্লকের ১৩ নং মণ্ডলের সভাপতি অঘর নাথ রায় বলেন পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু জটেশ্বর বাসী মেনে নেইনি। তারা স্বতর্স্ফূত ভাবে বনধ- এ সামিল হয়েছেন।তিনি বনধ কে সর্বাত্মক বলে দাবী করেন। তবে শাসক দলের পক্ষ থেকে বনধ সবাত্মক নয় বলে দাবী করা হয় ।
আরও পড়ুনঃ নিম্নমানের খাবার বিক্রির অভিযোগে বন্ধ করে দেওয়া হল হোটেল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584