ফর্ম ফিলাপের পাঁচ দিনের মাথায় চেক পেয়ে খুশি কৃষকরা

0
98

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

In the fifth day of form fill up fermer get cheque
নিজস্ব চিত্র

কৃষকদের কৃষি কাজ সুনিশ্চিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরনায় নতুন বছরে রাজ্যের কৃষকদের জন্য “কৃষক বন্ধু” প্রকল্প শুরু হয়েছে রাজ্য জুড়ে।গ্রামীন চাষিদের কে চাষ করার সুবিধার জন্য সর্বনিম্ন ১হাজার টাকা এবং সর্বোচ্চ ১ একর জায়গার জন্য ৫ হাজার টাকা প্রদান করা হবে।এমনকি চাষিদের যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় তবে ২ লক্ষ টাকা এককালীন পাবেন তার পরিবারবর্গ।

In the fifth day of form fill up fermer get cheque
নিজস্ব চিত্র

একথা মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্নে বসেই ঘোষণা করেছিলেন ২৫ শে জানুয়ারি।সেই মতাবিক ২৮ ও ২৯ শে জানুয়ারীতে ফর্ম ফিলাম শুরু হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৯ নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন বিমলপাড়া চাউলি প্রাথমিক স্কুলের মাঠে।কৃষকেরা ফর্ম ফিলাপ করার ৫ দিনের মাথায় চেক পেয়ে যাবেন সেটা স্বপ্নেও ভাবতে পারেনি কৃষকেরা।মুখ্যমন্ত্রীর ঘোষিত এই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের আর্থিক অনুদান দেবে রাজ্য কৃষি দপ্তর।প্রতি একরে ৫ হাজার টাকা অনুদান মিলবে।খারিফ ও রবি দুই মরসুমে এই আর্থিক সাহায্য পাবেন বাংলার চাষিরা।কৃষক বন্ধু নামে এই সামাজিক প্রকল্পে ১৮-৬০ বছর বয়সী চাষিরা স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে অনুদান বাবদ পরিবার পাবে ২ লক্ষ টাকা অনুদান।
আজ কৃষি বিভাগ ও ব্লক প্রশাসনের উদ্যোগে উপকৃত কৃষকদের হাতে চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ বিগত বছরে ক্ষতির পর খেসারি কড়াই চাষে অনীহা চাষিদের

In the fifth day of form fill up fermer get cheque 3
গোপাল চন্দ্র ঘোষ ( ব্লক সহ কৃষি অধিকর্তা)। নিজস্ব চিত্র

এদিনের চেক বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সহ কৃষি অধিকর্তা গোপাল চন্দ্র ঘোষ,জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা,পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি তপন দেবসিংহ,বরুনা গ্রাম পঞ্চায়েতের সহকারি সভাপতি ননী গোপাল মন্ডল সহ আরো অনেকে। এদিনের চেক বিতরনী অনুষ্ঠানে ৫১ জন কৃষককে মোট ৮৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।চেক পেয়ে খুশি কৃষকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here