নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বর্ষ বরণের দিনেই তৃণমূল কংগ্রেস ২১ থেকে ২২শে পা দিল। আর এদিনই দলীয় সভায় যোগ দিয়ে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপিকে কেশিয়াড়ি তে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারি।শুভেন্দু অধিকারীর দাবি পাঁচ রাজ্যে ভোটে হেরে বিজেপি প্রমাণ করেছে সেমিফাইনালে তারা গো-হারা হেরেছে, লোকসভা নির্বাচন ফাইনাল সেখানে অলআউট হয়ে যাবেন। বাংলা থেকে ৪২ টি আসন দখল করে দিল্লির চাবি ঘোরাবে মমতা ব্যানার্জি এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর।শুভেন্দু অধিকারীর কটাক্ষ থেকে বাদ যায়নি সাম্প্রতিক কালে জিএসটি,পেট্রোলের মূল্য নিম্নমুখী হওয়ার ঘটনাও।স্থানীয় নেতৃত্বকে হুমকি দিয়ে শুভেন্দু অধিকারীর দাবি,মাওবাদী সিপিএমকে সোজা করে দিয়েছি, কিষেনজি অনুজ পান্ডে ডালিম পান্ডের থেকে আপনারা বড় নয়। কেশিয়াড়ি এর মতো হাতছাড়া হয়ে যাওয়া কেন্দ্রগুলিতে শূন্য থেকে পূর্ণ করার লক্ষ্যেই এদিনের জনসভায় এতটা আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী,এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
আরও পড়ুন: অন্ধ ভিক্ষুকের সুললিত গানে,বনভোজনে অন্য বর্ষবরণ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584