নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আজ আবারও মেদিনীপুর শহরের মোহনানন্দ বিদ্যামন্দিরে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলাকালীন ‘শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী মঞ্চে’র পক্ষ থেকে নির্বাচনের সময় প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এবং নোডাল অফিসার অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত করা ও অবিলম্বে তাঁর সন্ধান করে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনও কেন তার সন্ধান পাওয়া গেল না – এ প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন মঞ্চের শিক্ষক প্রতিনিধিরা।
এই সময় বিক্ষোভ মিছিলের শুরুতেই পুলিশ বাহিনী এসে মিছিলের গতি আটকালে বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়েন।
তাঁরা নির্বাচনের দিনে নিরাপত্তার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশী হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেন।পরে অতিরিক্ত জেলাশাসক প্রনব বিশ্বাস ক্ষুব্ধ শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন।
আরও পড়ুনঃ মালদহের ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী,জানালেন বিবেক দুবে
বৈঠকের পরে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য কমিটির সম্পাদক কিংকর অধিকারী জানান,অতিরিক্ত জেলাশাসক তাঁদের দাবিগুলি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথ গুরুত্ব সহকারে পৌঁছে দেবেন এবং তিনি স্বীকার করেছেন যে,এই আন্দোলনের ফলে বেশি মাত্রায় কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584