সুদীপ পাল,বর্ধমানঃ
১৯৮৬-র ২০ সেপ্টেম্বর দুর্গাপুরে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। তার ৩২ বছর বাদে ফের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন দুর্গাপুরে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের তোলাবাজি থেকে সিন্ডিকেট রাজ সব নিয়ে আক্রমণ করলেন একের পর এক। তিনি বলেন, রাজ্যে ‘ট্রিপল টি ট্যাক্স’ অর্থাৎ তৃণমূল তোলাবাজি ট্যাক্স চলছে। সিন্ডিকেট রাজ সম্পর্কে তাঁর অভিযোগ, যেখানে সিন্ডিকেটের ভাগ নেই সেখানে এই সরকার কাজে হাত দেয় না।
আরও পড়ুনঃ দুর্গাপুরে মোদীর সভাস্থল ঘিরে বিতর্ক
মহাজোটকে কটাক্ষ করে এদিন প্রধানমন্ত্রী বলেন, গত চার বছর আগেও যারা একে অপরের মুখ দেখতেন না, একে অপরকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিতেন এখন তারাই একে অপরের গলা জড়াচ্ছেন। বক্তব্য উঠে আছে বাজেট প্রসঙ্গ। গতকালের বাজেট শুধু ট্রেলার মাত্র। পরবর্তীতে সরকার পুর্নাঙ্গ বাজেট পেশ করলে তা হবে প্রগতিশীল বাজেট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584