নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নেই আলোর ব্যবস্থা, অন্ধকারের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাত্রছাত্রীরা।শুধু আলো কেন সমস্ত অনুষ্ঠানটিই ছিল অগোছালো।এই দেখে জেলা সভাধিপতি চরম অসম্মানিত হয়ে অনুষ্ঠান প্রাঙ্গণ ছেড়ে চলে গেলেন।এমনই দৃশ্য দেখা গেল ঝাড়গ্রাম জেলার বিনপুর ১নং ব্লক ছাত্র যুব উৎসবে।এদিনেই এই উৎসবের শুভ সূচনা করেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ উমা সরেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিনপুর ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাইসেন হেমব্রম,এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল মাহাত প্রমুখ। ঝাড়গ্রামের লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ছাত্র যুব উৎসবে উপস্থিত ছিল ব্লকের অনেক ছাত্রছাত্রী।সারাদিন ব্যাপী চলা এই অনুষ্ঠান রাত্রি পর্যন্ত গড়াই।এই অনুষ্ঠানটি ঘিরে ধরা পড়ল আয়োজকদের করুণ ছবি।ছাত্র-ছাত্রীদের খাওয়া থেকে অনুষ্ঠানে আলোর ব্যাবস্থা সবকিছুতেই যেন গাছাড়া মনোভাব।রাত্রি পর্যন্ত অনুষ্ঠান চললেও আলোর ব্যাবস্থা করেননি আয়োজকরা।ফলে অন্ধকারের মধ্যেই অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরারা তাদের অনুষ্ঠানে অংশ নেই। অনুষ্ঠান প্রাঙ্গণে সন্ধ্যের দিকে এসে পৌঁছান ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। অনুষ্ঠানে এই চরম অব্যবস্থা দেখে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস চরম অপমানিত হয়ে অনুষ্ঠান প্রাঙ্গন পরিত্যাগ করে চলে যান।এদিকে আয়োজকদের এই চরম অব্যবস্থা দেখে ক্ষোভ উগরে দেন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা।অংশগ্রহণকারী ছাত্রী মেঘা প্রামানিক,সীমা দাসরা বলেন,অনুষ্ঠানে আয়োজনকারীরা ঠিক সময়ে খাওয়ার পর্যন্ত দেয়নি।এমনি কি রাত্রি পর্যন্ত অনুষ্ঠান চললেও কোনো আলোর ব্যবস্থা করা হয়নি।এই রকম অব্যবস্থা থাকলে আগামী বছর এই অনুষ্ঠানে আর অংশগ্রহণ করবো না।
আরও পড়ুন: ঘাটালে বিজেপির আইন অমান্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584