ভারতের প্রথম কুইজ গ্রন্থাগারের উদ্বোধন

0
143

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর ঃপূর্ব মেদিনীপুরের মেছেদার তমলুক রোডের শান্তিপুরে মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে সূচনা হলো ভারতের প্রথম কুইজ গ্রন্থাগার।

বাংলা ও ইংরেজি ভাষায় লেখা প্রায় একহাজার কুইজ বই নিয়ে পথ চলা শুরু করলো বাংলা তথা ভারতের প্রথম কুইজ লাইব্রেরি​ ও সংগ্রহশালা। রবিবার বিকেলে কুইজ কেন্দ্রের উদ্যোগে স্থাপিত ভারতের প্রথম কুইজ লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল রাজপরিবারের যুবরাজ শৌর্য প্রসাদ গর্গ ,ক‍্যাকটাস ব‍্যান্ডের গায়ক তথা কুইজ কেন্দ্রের ব‍্যান্ড অ‍্যাম্বাসাডর সিদ্ধার্থ শংকর রায়(সিধু)পরিচালক সুজিত মন্ডল , মহিষাদল কলেজ এর প্রাক্তণ অধ্যাপক হরিপদ মন্ডল,কবি ও আবৃত্তিকার দেবব্রত দত্ত,পূর্ব মেদিনীপুরের জেলা গ্রন্থাগার আধিকারিক বিদ্যাধর মুদ্লী,লেখিকা সমাজকর্মী রোশেনারা খান, মেদিনীপুর কলেজের অধ‍্যাপক সুস্নাত জানা, কুইজ কেন্দ্রের সম্পাদক মৌসম মজুমদার সহ বিশিস্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি সুজন বেরা। সঞ্চালনা করেন শিক্ষক দুর্গাপদ মাসান্ত। কুইজ লাইব্রেরি ও সংগ্রহশালার নামকরণ করা হয়েছে মেদিনীপুর কুইজ কেন্দ্র নলেজ ওয়ার্ল্ড।কুইজ কেন্দ্রের সম্পাদক মৌসম মজুমদার জানান, বর্তমান‌ কম্পিউটার, ইন্টারনেটের যুগেও​ বইয়ের গুরুত্ব আমরা অস্বীকার করতে পারিনা, আর বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রীদের বইমুখী করতেই তাঁদের এই উদ্যোগ। কুইজ কেন্দ্রের পক্ষে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া জানান, আগামী দিনে বাংলা ও ইংরেজীর পাশাপাশি অন‍্য ভাষায় লেখা কুইজের বইও এই গ্রন্থগারে রাখা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here