নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর এর অগ্রণী সমাজ সেবী সংস্থা প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি ও বেঙ্গাই উদ্যোগী সংস্থার যৌথ প্রচেষ্টায় মেদিনীপুর সদর ব্লকের হোসনাবাদের তেলিপাড়ার বাহামালা ক্লাব প্রাঙ্গণে উদ্বোধন হলো বিনে পয়সার বাজার ” বেঁচে থাকার লড়াই”।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংকল্প ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ সদস্য পিন্টু সাউ, সমাজকর্মী রাকেশ দাস lআয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন রাহুল কোলে, সৌমেন দত্ত,কুণাল মান্না, দেবাশীষ ভুঁইয়া প্রমুখ। এদিনের বাজারটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা। উনি ওনার বক্তব্যে এই উভয় সংস্থার এই প্রচেষ্টাকে উদ্যোগ সাধুবাদ জানান এবং পাশে থাকার অঙ্গীকার করেন। এছাড়াও বক্তব্য রাখেন পারমিতা সাউ ও রাকেশ দাস।
আরও পড়ুনঃ হরিহরপাড়ায় ঠিক ডাকাতির আগে গ্রেফতার ৩
আয়োজকদের পক্ষে রাহুল কোলে বলেন, এখানে এই রকম বিনে পয়সায় নতুন ও পুরনো ব্যবহারযোগ্য জামা কাপড়ের বাজার সপ্তাহে একদিন বসবে।এখান থেকে মানুষ বিনে পয়সায় নিজেদের পছন্দ মতো বস্ত্র বেছে নিতে পারবেন। পাশাপাশি যাদের অতিরিক্ত রয়েছে তাঁরা জমা করতে পারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584