নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারে ইন্ডিয়ান পোষ্ট পেমেন্টস ব্যাংকের উদ্বোধন হল।শনিবার আলিপুরদুয়ার শহরের আলিপুরদুয়ার পোষ্ট অফিসে এই ব্যাংকের শাখার উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারিহাটের বিজেপি দলের বিধায়ক মনোজ টিজ্ঞা,আলিপুরদুয়ার মহিলা কলেজের অধ্যক্ষ অমিতাভ রায়,কোচবিহার হেড পোষ্ট অফিসের সহকারি সুপারেনটেনডেন্ট দীলিপ কুমার ঘোষ, আলিপুরদুয়ার ইন্ডিয়ান পোষ্ট পেমেন্টস ব্যাংকের ম্যানেজার শুভম কুন্ডু সহ ডাকবিভাগের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা।
এদিন ব্রাঞ্চ অফিসের উদ্বোধনের সাথে সাথে জেলার চারটি শাখা অফিসেরও উদ্বোধন হয়।উল্লেখ্য এদিন দিল্লীর তালকাতারা স্টেডিয়াম থেকে সারা দেশে এই সরকারি ব্যাংকিং ব্যবস্থার উদ্বোধন করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি।
একই সাথে আলিপুরদুয়ার ব্রাঞ্চেরও উদ্বোধন হয়। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে কোচবিহার হেড পোষ্ট অফিসের সহকারি সুপারেনটেনডেন্ট দীলিপ কুমার ঘোষ বলেন,“পোষ্ট অফিসকে সমসাময়িক পরিস্থিতির সাথে মানান সই করার জন্য এটি একটি অসাধারন উদ্যোগ। জেলার সাধারন গরীব মানুষেরা সরকারি এই ব্যাংক থেকে প্রচুর সুবিধা পাবে।দরজায় দরজায় গিয়ে মানুষের কাছে ব্যাংকের পরিষেবা নিয়ে যাবে এই ব্যাংকের কর্মীরা”।
আরও পড়ুনঃ তথ্য সংস্কৃতি দফতরের সাংস্কৃতিক প্রতিযোগিতা কোচবিহারে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584