সুদীপ পাল,বর্ধমানঃ
পুজো দেখতে বেরিয়ে আর পড়তে হবে না বিড়ম্বনায়।কোন রাস্তায় যাবেন,কোন রাস্তায় যাবেন না।কোন রাস্তায় গাড়ির জন্য খোলা আছে,কোন রাস্তায় গাড়ির যাওয়া নিষেধ, এলাকার সব ঠাকুরকে দর্শন করতে গেলে কোন রাস্তায় যেতে হবে,এবার সেসব বিষয়ে সম্পূর্ণ হালহাকিকত প্রকাশ করল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
প্রসঙ্গত উল্লেখ্য পূর্ব বর্ধমানে ইতিমধ্যেই পুজোর গাইডলাইন উদ্বোধনের পাশাপাশি আনা হয়েছে নতুন অ্যাপ।যে অ্যাপে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত হবার পাশাপাশি পুজো ঘুরে দেখা সংক্রান্ত সমস্ত বিষয়ে পাওয়া যাবে গাইডলাইন।এই নতুন অ্যাপে প্যানিক বাটন টিপলে মিলবে পুলিশি সাহায্য।এখন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই ধরনের তালিকা প্রকাশ করায় খুশি এলাকার বাসিন্দারা।তার কারণ দুর্গাপুরের মার্কনী সহ বিখ্যাত কয়েকটি পুজো রয়েছে।সে জন্য ভীড় সামলাতে বেশ কয়েকটি জায়গায় যান চলাচল সম্পূর্ণ নিষেধ থাকে।যেমন দুর্গাপুরে চন্ডীদাস মোড় থেকে নিউ টাউন প্রভৃতি রাস্তা গুলিতে চার চাকা গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়।এই গাইডলাইন দর্শকদের সঠিক দিশা দেখাবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ প্রতিমা তৈরির শেষ প্রহর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584