নকশালবাড়িতে মহিলাদের সেলাই প্রশিক্ষণ শিবিরের সমাবর্তন অনুষ্ঠান

0
28

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি‌ঃ‌‌‌‍‍

সোমবার ভার‌‍‍‍‍‍ত নেপাল সীমান্ত নকশালবাড়ি ব্লকের বড় মনিরামজোত বর্ডার আউট পোস্টে এস এসবি ৮ ব্যাটালিয়নের পরিচালনায় মহিলাদের জন্য কাপড় সেলাই প্রশিক্ষণ শিবিরের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রসঙ্গত ১৩ নভেম্বর থেকে বড় মনিরামজোত প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সীমান্ত এলাকার ২০ জন মহিলাদের নিয়ে ৫০ দিন ধরে এই প্রশিক্ষণ শিবির চলছিল। এই শিবিরটি দার্জিলিং একলব্য এডুকেশন সোসাইটির সহযোগীতায় এস এসবি ৮ ব্যাটালিয়ন আয়োজন করে। এদিন প্রশিক্ষণ প্রাপ্ত ২০জন মহিলাদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দিল এস এসবির উচ্চ পদস্থ আধিকারিক।

নিজস্ব চিত্র

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানিডাঙ্গা এস এসবি ৮ ব্যাটালিয়নের কমান্ডান্ট অরুণ কুমার সিং, এস এসবির ৮ ব্যাটালিয়নের অ্যাসিসটেন্ট কমান্ডান্ট প্রভাকর চতুর্বেদী, নকশালবাড়ি পুলিশের আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত সদস্যা রমালা বর্মণ সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই বিষয়ে এস এসবির ৮ ব্যাটালিয়নের কমান্ডান্ট অরুণ কুমার সিং বলেন সীমান্তবর্তী এলাকার যোগ্য ও পরিশ্রমী মহিলাদের বাছাই করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।

সার্টিফিকেট প্রদান। নিজস্ব চিত্র

এদিন প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের সার্টিফিকেট দিয়ে সম্মান দেওয়া হয়। পরবর্তীতে এই সার্টিফিকেটের মাধ্যমে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here