শ্যামল রায়,পূর্বস্থলীঃ
স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আর্থিক বরাদ্দ থেকে তৈরী হল বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ।
বুধবার অতিরিক্ত শ্রেণি কক্ষের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা রায়সহ অনেকে।
মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে এই বিদ্যালয়ের ছাত্রীসংখ্যা দিনের পর দিন বাড়ছে অথচ পরিকাঠামোর সুব্যবস্থা না থাকার কারণেই অতিরিক্ত শ্রেণিকক্ষ বৃদ্ধির জন্য উন্নয়ন তহবিল থেকে পাঁচলক্ষ টাকা দিয়েছিলাম।বরাদ্দকৃত অর্থ থেকে মোট পাঁচটি শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। বর্তমানে ছাত্রী সংখ্যা ৭৫০জন এবং শিক্ষিকা সংখ্যা ২৭জন।বিদ্যালয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584