সালারে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

0
162

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

আজ বুধবার অত্যাধুনিক ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টারের উদ্বোধন হল সালার বাসস্ট্যান্ডে। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টার উদ্বোধন করলেন সংস্থার চেয়ারম্যান। উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গরা।

Meditrust
নিজস্ব চিত্র

সংস্থার ম্যানেজার ইমরান খান জানান, এই অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকম ইমেজিং যেমন এক্সরে, ইউএসজি ও ইসিজি এছাড়া বিভিন্ন রকম ল্যাবটেষ্ট আধুনিক প্রযুক্তির মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করা হবে। তিনি আরও জানান যে, এই সংস্থার বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার যেমন গাইনোকোলজিস্ট ইউরোলজিস্ট অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্যে চিকিৎসা করবেন।

Inauguration
উদ্বোধন। নিজস্ব চিত্র

মেডিট্রাস্ট-এর অন্যতম কর্ণধার বাহাদুর শেখ জানান, এলাকার দীর্ঘদিনের দাবি আধুনিক চিকিৎসা ব্যবস্থা লেশমাত্র নেই এই এলাকায় । সেই থেকে আধুনিক চিকিৎসা কেন্দ্রটি করার ব্যাপারে আগ্রহী হয় এবং আশা করছি আগামী দিনে সালার ও পার্শ্ববর্তী এলাকার আধুনিক চিকিৎসা পরিষেবা দিতে পারব।

আরও পড়ুনঃ অবশেষে কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রজঃস্বলা যোগাযোগ ব্যবস্থার দিকে এগিয়ে থাকলেও সাধারণত চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। চিকিৎসার জন্য মূলত বর্ধমান ও বহরমপুরের উপর নির্ভর করতে হয়। এছাড়া জরুরী পরিষেবার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে এই ডায়াগনস্টিক সেন্টার আগামী দিনে সুদূরপ্রসারী হবে বলে আশা করছেন এলাকার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here