নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বুধবার আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানের রবি-ভানু-বিরসা কমুনিটি হলে ২৫ তম রাজ্যস্তরীয় আদিবাসী ভাষায় রচিত একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হল। এদিন ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন।
এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, প্রাক্তন সাংসদ দশরথ তিরকি, রাজ্য ভুমি ও ভুমি সংস্কার দফতরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামি,কালচিনির বিডিও ভূষণ শেরপা, কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুনা পরিয়ার, সহ সভাপতি প্রভাত মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।
দু’দিনের প্রতিযোগিতায় পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জেলার আদিবাসী শিল্পীরা প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করতে এসেছেন। অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, “আদিবাসী জনজাতির কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে এই ধরনের অনুষ্ঠান সহায়ক হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584