রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা প্রশাসনিক কার্যালয় চত্বরে উদ্বোধন করা হল সুবিশাল অডিটোরিয়াম।হাওড়ার দাশনগরে এক সরকারি সভা থেকে উত্তর দিনাজপুর জেলার এই অডিটোরিয়ামের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
নবনির্মিত অডিটোরিয়াম। নিজস্ব চিত্র
৬০০ আসনের সুসজ্জিত সুবিশাল অডিটোরিয়াম নির্মানে খরচ হয়েছে ১২ কোটি ৪৪ লক্ষ টাকা।অডিটোরিয়াম উদ্বোধনের ফলে উত্তর দিনাজপুর জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে জেলা প্রশাসনের বিভিন্ন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রে বিশেষ সুবিধা হলো।উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের কর্নজোড়ায় এতদিন বড় ধরনের সরকারি সভা বা প্রশাসনিক বৈঠক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো সভাগৃহ ছিল না।
জেলা শাসক শ্রী অরবিন্দ কুমার মীনা। নিজস্ব চিত্র
২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা প্রশাসনিক কার্যালয় চত্বরে একটি অডিটোরিয়াম নির্মানের কথা ঘোষনা করেছিলেন।১২ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যায়ে দুবছর ধরে কাজ চলার পর আজ উদ্বোধন করা হল ৬০০ আসন বিশিষ্ট জেলা অডিটোরিয়ামের।
হাওড়ার দাশনগরে এক সরকারি সভা থেকেই জেলা অডিটোরিয়ামের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।জেলায় একটি অত্যাধুনিক মানের অডিটোরিয়াম উদ্বোধন হওয়ায় খুশী উত্তর দিনাজপুর জেলাবাসী।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584