নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের সহায়তায় এবং ফালাকাটা পঞ্চায়েত সমিতির উদ্যোগে আনন্দধারা প্রকল্পের আওতায় ফালাকাটা ব্লক অফিস প্রাঙ্গণে উদ্বোধন হল ফালাকাটা ব্লক বসুন্ধরা বিপনী কেন্দ্র।
উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট রুরাল ডেভলপমেন্ট সেলের প্রজেক্ট ডাইরেক্ট ইন্দ্রজিৎ তালুকদার। উপস্থিত ছিলেন ফালাকাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদার। ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লাল, স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের ব্লক সুপারভাইজর অর্পিতা দেব প্রমুখ আধিকারিক।
আরও পড়ুনঃ ব্লক প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সাহায্যে প্রদান
এই ফালাকাটা ব্লক বসুন্ধরা বিপনী কেন্দ্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি দ্রব্য এখানে বিক্রি হবে।
ডিস্ট্রিক্ট রুরাল ডেভলপমেন্ট সেলের প্রজেক্ট ডাইরেক্ট ইন্দ্রজিৎ তালুকদার বলেন, “জেলার মধ্যে এই কেন্দ্রটি সমৃদ্ধ। এখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের তৈরি বিভিন্ন দ্রব্য বিক্রি করতে পারবে। ব্লকে প্রচুর লোকের আনাগোনা, এখানে খুবই স্বল্প মূল্যে উচ্চ মানের দ্রব্য কিনতে পারবে। এর ফলে তাদের আয়ের পথ আরও বৃদ্ধি পাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584