গড়বেতায় বিজেপির কার্যালয় উদ্বোধনে দিলীপ ঘোষ

0
53

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের তুলসীচটিতে বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ দলীয় কার্যালয় উদ্বোধন সহ একাধিক কর্মসূচি পালন করেন। প্রধানমন্ত্রীর দেওয়া চিঠি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ধাদিকার দলুই পাড়াতে তিনি বিতরণ করেন।

dilip ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

এসব কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ইন্দিরা গান্ধির কালা দিবস প্রসঙ্গে বলেন “আজকের দিনে আমরা কালা দিবস পালন করছিনা তবে কালো দিবস হিসেবে মনে করছি। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধি জরুরি অবস্থা জারি করেছিলেন এবং দেশের গণতন্ত্রকে হরণ করেছিলেন।

স্বৈরতান্ত্রিক শাসন শুরু করেছিলেন, পরে ১৯৭৭-১৯৭৮ সালে যখন নির্বাচন হয় মানুষ তাকে পরাজিত করে। অন্যদিকে তাদেরই উত্তরসূরী কংগ্রেস আর এ রাজ্যের তৃণমূল ঠিক একইভাবে গণতন্ত্রকে হত্যা করছে।

bjp | newsfront.co
নিজস্ব চিত্র

তাই আজকের দিনটা আমাদের স্মরণ করার দরকার আছে। দ্বিতীয়বার যেন সেই রকম পরিস্থিতি না আসে।” অন্যদিকে নবান্নে সর্বদলীয় বৈঠক প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন “আমরা বক্তব্যে বলেছি সরকার কি কাজ করে তারপর আমরা বলব।”

আরও পড়ুনঃ বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপির প্রচারাভিযান

অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর টুইট প্রসঙ্গে তিনি বলেন, যখন কংগ্রেসের সরকার ছিল তখন তার জোশ কোথায় ছিল? চিনা সৈনিকরা ভারতের সৈনিকদের উপর অত্যাচার করছে, তার প্রতিবাদ হওয়া দরকার, এমনটাই বললেন রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি সংসদ সদস্য দিলীপ ঘোষ।

এদিনের এই একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাস, বিজেপির জেলা সম্পাদক মদন রুইদাস সহ একাধিক বিজেপি নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here