শ্যামল রায়,নবদ্বীপঃ
সার্ধশতবর্ষ নবদ্বীপ পৌরসভার উদ্যোগে শ্রীচৈতন্য বইমেলা সমিতির উদ্যোগে নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ময়দানে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।উপস্থিত ছিলেন বইমেলা সমিতির সভাপতি পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা কার্যকারী সভাপতি ভাইস চেয়ারম্যান শচীন্দ্র বসাক,যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ও নিরঞ্জন দাস।এছাড়াও উপস্থিত ছিলেন গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় সমষ্টি উন্নয়ন আধিকারিক বরুনিশিষ সরকার,জেলা পরিষদের সদস্য আরতী দেবনাথ সহ অনেকে।
এদিন শ্রী চৈতন্য বইমেলার উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বড়াল ঘাট থেকে বের হয়ে বইমেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।জাতীয় পতাকা ও শ্রী চৈতন্য বইমেলা পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে বইমেলার সূচনা হয়।
বই মেলা উপলক্ষ্যে কলকাতা সহ বহু নামিদামি প্রকাশকেরা অংশগ্রহণ করেছেন।
নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান তথা বই মেলা কমিটির সভাপতি বিমান কৃষ্ণ সাহা জানিয়েছেন বই মেলার মূলমঞ্চে এর নামকরণ করা হয়েছে মহাতীর্থ নবদ্বীপ মঞ্চ।এছাড়াও ৮ দিনের বইমেলায় থাকবে বইয়ের স্টল এর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, আবৃতি,কবি সম্মেলন সহ স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠান।বই মেলা ঘিরে প্রতিবছর নবদ্বীপ তথা পার্শ্ববর্তী এলাকার মানুষজন ভিড় করেন এবং আনন্দে মেতে ওঠেন।কবি সম্মেলন এর আহবায়ক কবি তাপস রায় জানিয়েছেন যে আগামী ২৬ জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে কবি সম্মেলন।দুপুর দুটো থেকে কবি সম্মেলনে কবিতা পাঠ করতে পারবেন কবি বন্ধুরা।
আরও পড়ুনঃ নারী চেতনা সংঘের উদ্যোগে মহিলাদের সেলাই প্রশিক্ষণ শিবির
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584