কাটোয়ায় সুফল বাংলা বিপণি কেন্দ্রের উদ্বোধন

0
143

শ্যামল রায়,কাটোয়াঃ

Inauguration of business center at katwa 2
নিজস্ব চিত্র

মঙ্গলবার কাটোয়া বাস স্ট্যান্ড সংলগ্ন মাদার ডেইরি ফার্মের মাঠে সুফল বাংলা বিপণিকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি বিপনন মন্ত্রী তপন দাশগুপ্ত।সুফল বাংলা বিপণির উদ্বোধনকালে মন্ত্রী তপন দাশগুপ্ত জানান যে, এই বিপণন কেন্দ্রটি হচ্ছে ১০৭ নম্বর স্টল। আগামী দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও একাধিক সুফল বাংলা বিপণিকেন্দ্রের খোলা হবে। তপন দাশগুপ্ত জানিয়ে দেন যে এই সুফল বাংলা বিপণিকেন্দ্রের মধ্যে দিয়ে একাধিক সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করা হবে। ন্যায্যমূল্যে ক্রেতারা এই বিপণন কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের সামগ্রী কিনতে পারবেন।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।

Inauguration of business center at katwa 4
ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন। নিজস্ব চিত্র

তিনি জানিয়েছেন যে আগামী দিন হরিণঘাটা ফার্মের মুরগি আধুনিক প্রযুক্তিগত ভাবে প্যাকেজ করে বিভিন্ন বিবরণ কেন্দ্রে বিক্রয় করা হবে।অর্থাৎ সুফল বাংলা বিপণন কেন্দ্র মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী পাবেন ক্রেতারা।

আরও পড়ুনঃ খড়গপুর মার্কসীয় সাহিত্য বিপনি কেন্দ্রে আগ্রহী মানুষের ভিড়

 

Inauguration of business center at katwa
নিজস্ব চিত্র

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আগামী দিন ক্রেতাদের কাছে সুলভ মূল্যে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রয়ের জন্য এই ধরনের সুফল বাংলা বিপণিকেন্দ্র খোলা হয়েছে।এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী এবং সুব্রত মজুমদার সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here