ইসলামপুরে একগুচ্ছ প্রকল্পের নির্মাণকার্যের শুভ সূচনা

0
96

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Inauguration of construction work at islampur
নিজস্ব চিত্র

ইসলামপুরবাসির দীর্ঘদিনের দাবী ইসলামপুর-কোলকাতা ভলভো বাসের শুভ সূচনা করা হলো।তার সাথেই শুক্রবার ইসলামপুর বিধানসভার বিভিন্ন এলাকায় একগুচ্ছ প্রকল্পের নির্মাণকার্যের শুভ সূচনা করেন পুর-চেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল।

Inauguration of construction work at islampur
বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, ইসলামপুরের শিয়ালতোড় এলাকায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটি কবরস্থান,গুঞ্জরিয়া কলোনী এলাকায় ১০ লক্ষ টাকা ব্যয়ে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি শশ্মানঘাট ও শ্রীকৃষ্ণপুর এলাকায় একটি কমিউনিটি হলের নির্মাণকার্যের শুভ সূচনা করেন বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল।

Inauguration of construction work at islampur
শিলান্যাস করছেন বিধায়ক। নিজস্ব চিত্র

পাশাপাশি দীর্ঘদিন ধরে ইসলামপুরবাসীর কোলকাতাগামী ভলভো বাসের দাবি ছিল।যদিও একসময় ইসলামপুর-কোলকাতা বাস চললেও তা সাধারণ বাস ছিল এবং দীর্ঘদিন ধরে সেই পরিষেবাও বন্ধ হয়ে পড়েছিল কিন্তু লাক্সারি ধরনের ইসলামপুর-কোলকাতাগামী বাস এই প্রথম পথ চলা শুরু করলো।এছাড়াও শিয়ালতোড় ও গুঞ্জরিয়া কলোনী এলাকায়ও কবরস্থান ও শশ্মানঘাটের দীর্ঘদিনের দাবি ছিল বাসিন্দাদের।

আরও পড়ুনঃ বর্ধমানে মাটি উৎসবের শুভ সূচনা

Inauguration of construction work at islampur
নিজস্ব চিত্র

পাশাপাশি শ্রীকৃষ্ণপুর এলাকায় বাসিন্দাদের বিভিন্ন অনুষ্ঠান ও সভা সমিতির জন্য কোনও নির্দিষ্ট ভবন ছিল না।বাসিন্দাদের দাবি মেনেই এই কমিউনিটি হলের শুভ সূচনা করেছেন বিধায়ক। পুরচেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, মানুষের প্রয়োজনে বিভিন্ন প্রকল্পের সূচনা তাই মানুষও যেন তাদের ব্যবহারযোগ্য প্রকল্পের কাজ ঠিকঠাক বুঝে নেন। কোনও রকমের অভিযোগ পেলে ঠিকাদারের বিল আটকে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here