নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলায় এক ঐতিহাসিক পদক্ষেপ নিলো জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। কোভিড ১৯ ওয়ারিয়র্স ক্লাবের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাধুবাদ জানালেন জেলার প্রশাসন ও স্বাস্থ্য দফতরকে। অর্থোপেডিক ডক্টর এ.এন.রায় এক অভূতপূর্ব চিন্তাভাবনা করে তার বাস্তবায়িত করলেন। জেলায় একে একে বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে।
তাদের চিকিৎসার জন্য রাখা হয়েছিল মাতৃসদন হাসপাতালে। তারপর সুস্থ হয়ে ওঠার পর নিজের বাড়ি ফিরে যান তারা। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ার কারণের জন্য এমন বহু মানুষ আছে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর নানান রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আর তাই মানুষকে সচেতন করতেই কোভিড ১৯ ওয়ারিয়র্স ক্লাবের সূচনা করা হয়। সুস্থ হয়ে ওঠা কোভিড আক্রান্তদের নিয়ে যা গড়ে তোলা হল।
ওনার এই ঐতিহাসিক পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী গতকালের মিটিং-এ নবান্ন থেকে। এ বিষয়ে ডাঃ এ.এন.রায় জানান তিনি যথেষ্ট খুশি যে মুখ্যমন্ত্রী উনার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি চিফ সেক্রেটারি এবং হেল্থ সেক্রেটারি ফোন ও ম্যাসেজের মাধ্যমে উনাকে কুর্নিশ জানিয়েছেন।
আরও পড়ুনঃ মালদহে নেতাকর্মীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ মৌসমের
তিনি জানান মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর চিফ সেক্রেটারি উনাকে উনার কোভিড ১৯ ওয়ারিয়র্স ক্লাব নিয়ে যে চিন্তাভাবনা সেটিকে জানাতে বলেন এবং সেইসঙ্গে হেলথ সেক্রেটারি উনাকে সাধুবাদ জানিয়ে বলেছেন- ইওর ইনিশিয়েটিভ বিকামস নাও অল বেঙ্গল ইনিশিয়েটিভ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584