নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন তৈরির নির্দেশ। সেইমতো শুক্রবার মালদা জেলাতেও সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা রেঞ্জের ডিআইজি সুজিত কুমার সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন, পুলিশ সুপার অলক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার, দিপক সরকার, ডিএসপি বিপুল মজুমদার, ডিএসপি ট্রাফিক শুভতোষ সরকার সহ বিভিন্ন থানার ওসি, আইসি ও অফিসারেরা।
এর আগে বিভিন্ন অভিযোগের তদন্তে অসুবিধা হতো পুলিশ অফিসারদের। সাইবার ক্রাইম পুলিশ স্টেশন হয়ে যাওয়ায় তদন্তে সুবিধা হবে বলে জানিয়েছে পুলিশ।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠে আসে।সেই সমস্ত অভিযোগের পূর্ণ তদন্ত করতে সহায়তা করবে সাইবার ক্রাইমের পুলিশ।
আরও পড়ুনঃ তমলুকে সাইবার ক্রাইম থানার উদ্বোধন
মালদা রেঞ্জের ডিআইজি সুজিত কুমার সরকার বলেন, মালদায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সাইবার ক্রাইমের সহায়তা নেওয়া হবে।
জেলার বিভিন্ন থানায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অভিযোগ হয়। তিনি বলেন, প্রতিটি জেলায় এই ধরনের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন তৈরি করা হবে।বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অভিযোগ করেন সাধারন মানুষ। পুলিশের পাশাপাশি সাইবার ক্রাইম পুলিশ তদন্ত করে সমস্যার সমাধান করবে।
বর্তমানে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে কাজ শুরু হবে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের।
মালদা শহরের নেতাজি সুভাষ রোডে মহিলা থানা চত্বরে তৈরি করা হয়েছে এই সাইবার ক্রাইম পুলিশ স্টেশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584