পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

সাইবার ক্রাইম রুখতে এবার বড়োসড়ো পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর জেলার পুলিশ। কারণ যে হারে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ হচ্ছে প্রতিনিয়ত তাতে অনেক মানুষ তার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই এবার থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খোঁজ খবর রাখবে জেলার পুলিশ আর সেই জন্যই অপরাধ দমন করতে এবং সাইবার ক্রাইম রুখতে আজ উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার কর্ণজোড়ায় উদ্বোধন হলো জেলা সাইবার ক্রাইম থানা।


আরও পড়ুনঃ বণ্যপ্রাণ সংরক্ষণে জনমত গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা

উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি আনন্দ কুমার উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার-
সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিন রায়গঞ্জের কর্ণজোড়া পুলিশ লাইনে জেলার প্রথম এই সাইবার ক্রাইম থানার উদ্বোধন হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584